Agreement has been signed between BASIS-SSL Wireless Limited regarding Online Payment Gateway. Under this Agreement SSL Wireless Limited will maintain Online Payment Gateway of BASIS Web Portal.
উদ্বোধনের অপেক্ষায় থাকা ওয়েবপোর্টালের মাধ্যমে অনলাইনে সদস্য সেবা ফি পরিশোধের জন্যে ইতোমধ্যে কারিগরি কাজ শেষ হয়েছে। অনলাইনে সদস্য সেবা ফি পরিশোধের লক্ষ্যে বেসিস-এসএসএল ওয়্যারলেস লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে আজ। চুক্তি সই অনুষ্ঠানে বেসিসের পক্ষে উপস্থিত ছিলেন সচিব হাশিম আহম্মদ এবং এসএসএল ওয়্যারলেস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিওও আশিষ চক্রবর্তী, সিটিও শাহজাদা রেদওয়ান, হেড অব ই-কর্মাস সার্ভিসেস নাওয়াত আশেকীন চিশতি অভি এবং আইনজীবী ফাতেমা নূর। এসময় উপস্থিত ছিলেন বেসিস পরিচালক এবং বেসিস ডিজিটাইজেশন কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন।
বেসিস পক্ষে চুক্তি সমন্বয় করেছেন ব্যারিষ্টার মিতি সানজানা এবং বেসিস ডিজিটাইজেশন কমিটির সচিবালয় সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী গণসংযোগ কর্মকর্তা ওয়াসেক সাজ্জাদ।
|