BASIS Executive Council (EC) Election will take place on 31 March, 2018. BASIS Election Board for 2018-19 has announced the Election Schedule. According to the instructions of DTO, elected 9 members of EC will lead BASIS for 2018-20.
দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। চলতি বছরের ৩১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বেসিস নির্বাচন বোর্ড ২০১৮-১৯ সেশনের এই নির্বাচনী তফসিল ঘোষণা করে। এতে জানানো হয় ডিটিও’র নির্দেশনা অনুযায়ী ২ বছর মেয়াদের জন্য ৯ পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
|